• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতকে কি আজ হারাতে পারবে বাংলাদেশ? 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০৪:২২ পিএম
ভারতকে কি আজ হারাতে পারবে বাংলাদেশ? 

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের উদ্ধোধনী ম্যাচে মাঠে নেমেই জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে অস্কার ব্রুজনের দল। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে তপু, জামালদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় শুরু হবে ম্যাচটি। 

ম্যাচের আগে কাগজে-কলমে অনেক এগিয়ে ভারত। ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান ১০৯ আর বাংলাদেশ রয়েছে ১৮৮ তম অবস্থানে। এ পর্যন্ত দুই দলের দেখা হয়েছে ৩০ ম্যাচে। যেখানে ১২ ম্যাচ রয়েছে অমীমাংসিত। মাত্র দুই ম্যাচে জয় আর বাকি ১৬ ম্যাচ হেরেছে বাংলাদেশ। 

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ ব্রুজন বলেন,‘ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারত ফেভারিট দল। উপমহাদেশের সেরা লিগের আয়োজকও তারা। দলটিতে বেশ কিছু ভালো খেলোয়াড় রয়েছে। বাংলাদেশও শক্তিশালী দল। ভালো কিছু অর্জনের লক্ষ্যেই আমরা এখানে এসেছি। তাদের মোকাবিলার জন্য প্রস্তুত আমাদের ছেলেরা। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন ফুটবলে নির্ধারিত দিনে যারা বেশি ভাল খেলবে তাদেরই জয়ের সুযোগ থাকবে। আমাদের খেলোয়াড়দের আত্মবিশ্বাস রয়েছে। তাই জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ।’

বাংলাদেশ জিততে চাইলেও কোনো অংশে ছাড় দিতে রাজি নন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। ম্যাচের আগে এক ভিডিও বার্তায় সুনীল ছেত্রী বলেন, ‘আমার কাছে প্রত্যেকটি ম্যাচই যুদ্ধের মতো। তাই শেষে মুহূর্ত পর্যন্ত লড়াই করে যেতে হবে। আমাদের শতভাগ উজাড় করে দিতে হবে। কোনও ম্যাচই সহজ নয়।’

বাংলাদেশ স্কোয়াড়

শহিদুল আলম, আনিসুর রহমান, আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, সোহেল রানা, সাদ উদ্দিন, বিপলু আহমেদ, জামাল ভুঁইয়া, রাকিব হোসেন, সুমন রেজা, তারিক রায়হান কাজী, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, টুটুল হোসেন বাদশাহ ও মোহাম্মদ রিদয়।

ভারতের স্কোয়াড়

 গুরপ্রিত সিংহ সাধু, ধিরাজ সিং মৈরঙ্গথেম, বিশাল কাইথ, প্রিতম কোটাল, সেরিটন ফার্নান্দেস, চিংলেনসানা সিং, রাহুল ভেকে, সুভাশিষ বসু, মন্দার রাও দেসাই, উদান্তা সিং, ব্র্যান্ডন ফার্নান্দেস, লেলেঙ্গমাওয়িয়া, অনিরুদ্ধ থাপা, সাহাল আবদুল সামাদ, জেকসন সিং, গ্লান মার্টিনস, সুরেশ সিং, লিস্টন কোলাকো, ইয়াসির মোহাম্মদ, মানভির সিং, রহিম আলি, সুনিল ছেত্রি ও ফারুখ চৌধুরি।

Link copied!